শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
মুজিব বর্ষ উপলক্ষে নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের উদ্যোগে “ইতিহাসের মহানায়ক” নামক বিশেষ স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কলেজের হল রুমে স্মরনিকার মোড়ক উন্মোচন করেন লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান ।
এ উপলক্ষে অধ্যক্ষ প্রফেসর এম আব্দুর রহিমের সভাপতিত্বে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্মরনিকা প্রকাশ কমিটির আহবায়ক প্রভাষক মুনশী ওবায়দুর রহমান,শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক গাজী শহিদুল হাসান, প্রভাষক তারেক আলম,প্রভাষক মোসাঃ মাওয়ারা খানম, সাংবাদিক রেজাউল করিম,উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন, কলেজ ছাত্রলীগের সম্পাদক ফয়সাল হাসান ইমরান প্রমুখ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।