মিঠুন ভদ্র, নগরকান্দা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে নগরকান্দা পৌরসভায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) সকালে নগরকান্দা উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে নগরকান্দা পৌরসভার আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার।
০১ জন ডিলারের মাধ্যমে পৌরসভার মোট ১২৪২ কার্ডধারীকে দ্বিতীয় অবস্থায় ১১০ টাকা করে ২ লিটার তেল, ৫৫ টাকা করে ২ কেজি চিনি এবং ৬৫ টাকা করে ২ কেজি মসুরের ডাল,দুই কেজি ছোলা ৫০ টাকা করে , মোট প্যাকেজের দাম পড়বে ৫৬০ টাকা।
এ সময় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিতনিধি, উপকারভোগীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।