শফিকুল ইসলাম সাফা, চিতলমারী থেকেঃ
চিতলমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বাঙ্গালী জাতির গৌরব বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসানের উদ্দোগে একটি বৈশাখী বঙ্গল শোভাযাত্রার র্যালি বের হয়।
এ শোভাযাত্রায় সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে বিভিন্ন সংগঠন অংশ নেয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে এসে মিলিত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা,থানার অফিসার ইনচার্জ এ, এইস, এম, কামরুজাজামান খান, পরিদর্শক ( তদন্ত) শেখ লেয়াকত আলী,ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,আ’লীগ সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন,সাংবাদিক শফিকুল ইসলাম সাফাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী , ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।