Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জমি জমা সংক্রান্ত বিরোধে চাচার বল্লমে কোপে ভাইপো নিহত

MEHADI HASAN
এপ্রিল ১৪, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে কামাল মোল্লা (৩৫) নামের এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে তার আপন চাচারা । বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে বাড়ির সামনে মাছ ধরা বল্লম (ভেলা) দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এসময় ঠেকাতে গেলে শফিক মোল্লা ও হাসান মোল্লা নামে দুই ভাই আহত হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

নিহত কামাল মোল্লা দারিয়ালা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ নবধারা কে বলেন, নিহত কামাল মোল্লা দুপুরে সোনালী বিড়ি ফ্যাক্টরী থেকে বাড়ির সামনে পৌছালে তার চাচা আজিজ মোল্লাসহ অন্য চাচারা তার উপর বল্লম (ভেলা) দিয়ে হামলা চালায়। এসময় ঠোকাতে গেলে শফিক মোল্লা ও হাসান মোল্লা নামে দুই ভাই আহত হয়। পরে স্থানীয়রা কামাল মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত শফিক মোল্লা ও হাসান মোল্লাকে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।