Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় ৪টি হত্যাসহ ১৩টি মামলার আসামী কে কুপিয়ে হত্যা

MEHADI HASAN
এপ্রিল ১৫, ২০২২ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের ৪টি হত্যাসহ অন্তত ১৩টি মামলার আসামী সোহেল খান (৪২) কে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দৃর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে কুপিয়ে হত্যা করে।

পুলিশ রাতেই নিহতের লাশ উদ্বার করে নড়াইল সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে । পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলা দিঘলিয়া কুমড়ি গ্রামের বদিয়ার খান ওরফে কানা বদিয়ারের ছেলে সোহেল খান (৪২) আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। তিনি গোপনে শ্বশুরবাড়িতে আসলে দুবৃত্তরা টের পেয়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় ঘরের বাইরে অবস্থান করছিলেন। এসময় দুবৃত্তরা তাকে ঘিরে এলোপাথাড়িভাবে কুপিয়ে মৃুত্যু নিশ্চিত করে চলে যান। নিহত সোহেলের নামে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ান, যুবদল নেতা তনুসহ ৪টি হত্যা মামলা এবং অন্তত ১৩টি মামলার আসামী ছিলেন। এছাড়া পুলিশের একজন তালিকাভূক্ত সন্ত্রাসী ছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবু হেনা মিলন নবধারা কে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের সাথে জড়িতদের সনাক্ত ও আটকের জোর চেষ্টা চালাছে পুলিশ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।