বাগেরহাটের চিতলমারীতে স্থানীয় কৃষি অফিসের উদ্যোগে চাষিদের মাঝে বিনা মূল্যে সার ও উপশি জাতের আমণবীজ বিতরণ করা হয়েছে।
৩০ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এলাকার বিভিন্ন ইউনিয়নের চাষিদের মাঝে এ সার-বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো.সিফাত আল মারুফ জানান, ‘কৃষিই সমৃদ্ধি’।
এই শ্লোগান সামনে রেখে ২০২১-২২ অর্থ বছরে খরিফ মৌসুমে আমণ ধানের উপসি জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩শ’ ৮০ জন চাষিদের মধ্যে প্রত্যেককে ৫ কেজি উপসি জাতের আমণবীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
সার-বীজ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও সাইয়েদা ফায়জুন্নেছা, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অসীম কুমার দাস প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।