নারায়নগঞ্জের রূপগঞ্জে রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ করমসূচি পালন করা হয়। কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক দিলীপ রায়।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, ক্লাবের উপদেষ্টা মাসুদ করিম, এস এ সোহেল, সাধারণ সম্পাদক খলিল শিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সুশীল সরকার,শহিদুল্লাহ গাজী,জিএম সহিদ, এসএম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, নাজমুল হুদা, নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন বাবুল, সাইফুল ইসলাম,নজরুল ইসলাম লিক্ষন,মাহাবুব রহমান প্রিয়, আতাউর রহমান সানি,সাইদুর রহমান, রিপন মিয়া,শাকিল আহমেদসহ রূপগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকরা।
ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক দিলীপ রায় বলেন, রূপগঞ্জ প্রেসক্লাব বাংলাদেশের অন্যতম একটি মডেল প্রেসক্লাব। রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা সংবাদপত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছে এটি জেনে আমি অভিভূত। আমাকে এতো সুন্দর একটি বৃক্ষরোপণ কর্মসূচীতে আমন্ত্রণ করায় আমি রূপগঞ্জ প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                