Nabadhara
ঢাকাশনিবার , ১৫ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

MEHADI HASAN
মে ১৫, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধি :

দেশ ও জাতির মঙ্গল এবং করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্বব্যাপীর মুক্তি কামনা করে গোপালগঞ্জে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ মে) সকাল ৮টায় জেলার সকল মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে জেলা কোর্ট মসজিদে অনুষ্ঠিত জেলার প্রধান ঈদের জামাতে ইমমতি করেন ইমাম মাওলানা হাফিজুর রহমান।এছাড়াও কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় মসজিদে ঈদের জামাতের খবর পাওয়া গেছে। টুঙ্গিপাড়ায় সকাল সাড়ে ৮ টায় গওহরডাঙ্গা মাদ্রাসা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টা থেকে আধাঘন্টা পর পর বিভিন্ন মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। প্রয়োজন সাপেক্ষে আধা ঘন্টা পরপর আরো কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনা ভাইরাসের প্রদূর্ভাব ঠেকাতে চির চেনা রীতি ভেঙ্গে এবার শিশু ও বয়স্করা কোলাকুলি থেকে বিরত থাকে। এছাড়া কেউকেই শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়নি। নামাজ শুরুর আগে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হয়।

এ ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্থানে পুলিশ, আনসারসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল।

এর আগে ঈদের জামাত আয়োজন ও নামাজ পড়ার ক্ষেত্রে মসজিদ কমিটি ও মুসুল্লীদের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মানার জন্য অনুরোধ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।