সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ
আজ ২২ জানুয়ারী, বিশিষ্ট সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক আহম্মেদ ইমতিয়াজ বুলবুলের ২য় প্রয়ান দিবস। ২০১৯ সালের আজকের দিনে সঙ্গীত জগতের এই নক্ষত্র মাত্র ৬৩ বছর বয়সে ঝরে গেলেন আমাদের অশ্রুশিক্ত করে।
তিনি ১৯৫৬ সালের ১ লা জানুয়ারী ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭১ সালে মাত্র পনের বছর বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
মুক্তি যুদ্ধ তাঁকে অনেক ভাল ভাল গান লিখতে প্রেরণা দিয়েছে, যা চিরদিন ইতিহাস হয়ে থাকবে। যেমনঃ সব ক’টা জানালা খুলে দাও না, সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে ইত্যাদি।১৯৭৮ সালের শেষ লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত গানের জগতেই বিচরন করেছেন তিনি।
শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, রুলা লায়লা, এন্ড্রুকিশোর, কনকচাঁপা সহ আরো অনেক সুপারস্টার শিল্পীরা আহম্মেদ ইমতিয়াজ বুলবুলের গান গেয়ে সারা বাংলাকে নাড়িয়ে দিয়েছেন।
আহম্মেদ ইমতিয়াজ বুলবুল ব্যক্তিগত জীবনে চিরকুমার ছিলেন। ছাত্র ছাত্রীদের সন্তান বাৎসল্যে শিক্ষাদান করতেন। ২০১০ সালে তিনি একুশে পদক, ২০০১ ও ২০০৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ভাল করেন।
আহম্মেদ ইমতিয়াজ বুলবুল জেলখানার কয়েদী থেকে শিল্পী হয়ে উঠেছিলেন, এটা খুবই বিচিত্র। তিনি হারমোনিয়াম, গীটার, ও বাঁশি বাজাতে পারতেন।
গানের জগতের উজ্জ্বল নক্ষত্রের প্রয়ান দিবসে নবধারা পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
নবধারা/বিএস