Nabadhara
ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নার্সের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি 
মে ১০, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারল হাসপাতালে নার্সের অবহেলায় চিকিৎসাজনিত ত্রুটির কারণে রিকি মন্ডল নামে আড়াই মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই শিশুর মা-বাবার অভিযোগের তীর সিনিয়র স্টাফ নার্স তৃপ্তি বৈদ্যর দিকে।

 

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অবেহেলা ও ভুল চিকিৎসাসহ নার্সের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

 

শুক্রবার (০৯ মে) সন্ধ্যার দিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশু রিকি মন্ডল মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের রথীন মন্ডলের ছেলে।

 

ওই শিশু বাবা রথীন মন্ডল জানান, হঠাত করে আমা আড়িই বছরের ছেলে সন্তান রিকির জ্বর ওঠে। ওই জর নিয়ে শুক্রবার বিকেল পাঁচটার দিকে ছেলে রিকি মন্ডলকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি। এরপর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তৃপ্তি বৈদ্য দেখভাল করেন। এসময় আমার ছেলের জামা কাপড় খুলে গোসল করান নার্স তৃপ্তি বৈদ্য।

 

তিনি আরো বলেন, চিকিৎসক ও নার্সের ভুল চিকিৎসার কারণে তার শিশু মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার প্রকৃত দোষীর শাস্তি দাবি জানান।

 

অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স তৃপ্তি বৈদ্র বলেন, ডাক্তাদের পরামর্শে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির তীব্র জ্বর ছিলও শরীর নীল হয়ে গিয়েছিলো। তখন ওই শিশুকে পানি দিয়ে স্পঞ্জ করা হয়। আমি ঔষধ আনতে গেলে শিশুটি মারা যায। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।

 

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক জীবীতেষ বিষ্বাস বলেন, তীব্র জ্বর নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র জর থাকায় তাকে পানি নিয়ে স্পঞ্জ করা হয়। এর কিছুক্ষন পর বাচ্চাটি মারা যায়।

 

তিনি আরো বলেন, শিশুটিকে দেরী করে হাসপাতালে অানা হয়েছিল। আমি বিষয়টি খতিয়ে দেখিছি এখানে নার্সের কোন অবহেলা পাওয়া যায়নি। বাচ্চাটির মা-বাবা যে অভিযোগ করেছে তা মিথ্যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।