শামীম, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (১৭ মে) রাত পৌনে ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানা যায়, শনিবার বিকেলে পদ্মার নদীর চরে স্থানীয় জেলেরা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পরে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তার কাছে কোন ঠিকানা বা কাগজ পত্র পাওয়া যায়নি বলে পরিচয় এবং বয়স শনাক্ত করা যাচ্ছে না।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, আমরা খবর পাওয়া মাত্রই মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তার কাছে কোন ঠিকানা না পাওয়ায় সিআইডির সহযোগিতা চাওয়া হয়েছে। তারা মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করতে কাজ করবে। তবে তার শরীরে কোন ক্ষত চিহ্ন নেই। মরদেহটির বয়স আনুমানিক ৪০-৪৫ হবে।