Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে মা’দকবি’রোধী সেমিনার অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মে ২৯, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদ।

 

এ সময় অনান্যর মধ্যে বক্তব্য রাখেন দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল হাসান শাহীন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল লতিফ, দুমকি বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মেদ কবির, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, আংগারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সাজ্জাদুল ইসলাম প্রমূখ।

 

সেমিনারে বক্তারা মাদকের কুফল ও মাদক নিয়ন্ত্রণের জন্য করণীয় সম্পর্কে আলোচনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।