Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের নগরকান্দায় কলেজছাত্রীর উপর হা’মলার অভিযোগ: এলাকায় উত্তেজনা

জেলা প্রতিনিধি,ফরিদপুর
মে ৩০, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আজ (৩০ মে, ২০২৫) বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। রাজেন্দ্র কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৈশাখী ইসলাম বর্ষা নিজ এলাকার রাস্তার পাশে বিএনপির এক স্থানীয় নেতার দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগী বর্ষার বরাতে জানা গেছে, বিএনপি নেতা দীর্ঘদিন ধরে তার ছোট বোনকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিলেন। এর প্রতিবাদে বর্ষা নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ রয়েছে, জিডি করে বাড়ি ফেরার পথে পুলিশের সামনেই ওই নেতা ও তার সহযোগীরা বর্ষা ও তার ছোট বোনকে চুল ধরে টেনে হিঁচড়ে মারধর করেন। এমনকি তারা বর্ষার বাবাকেও খুঁজে বের করে হামলার হুমকি দেন।ঘটনার পর বর্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

 

তিনি জানান, তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করে।

 

এ ঘটনায় বর্ষার পরিবার ও স্থানীয়রা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত বিচারের দাবি করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনা স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং নারী নিরাপত্তার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।