Nabadhara
ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আঞ্চলিক মহাসড়কে বাঁশের বাজার,ঝুঁকিতে যাত্রী ও যানবাহন

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
জুলাই ২, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

 

বাগেরহাট-চিতলমারী-টুঙ্গিপাড়া-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ও এর সংযোগ সড়কের দুই পাশে ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন হাজার হাজার বাঁশ বেচাবিক্রি হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কের ওপর অপরিকল্পিতভাবে ভ্যান, নসিমন ও ট্রাকে বাঁশ ওঠা-নামার ফলে যানবাহন ও যাত্রীরা পড়ছেন চরম দুর্ভোগে।

 

সোমবার (২ জুলাই) সরেজমিনে চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর, ব্রহ্মগাতী ও সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি এলাকা ঘুরে দেখা গেছে, গত কয়েক বছর ধরে সবজি মৌসুম শুরু হলেই সড়কের আশপাশে বাঁশের আড়ত বসে। এসব আড়ত থেকে প্রতিদিন শত শত বাঁশ লোড-আনলোড হয়, এতে সৃষ্টি হয় যানজট। এলোমেলোভাবে বাঁশ রাখায় অনেক সময় রাস্তায় চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।

 

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, এসব আড়তের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্গাপুর মঠের কাছে দোলুয়াগুনি গ্রাম থেকে বাঁশ কিনতে আসা কৃষক শংকর মণ্ডল ও উত্তম বালা বলেন, স্থানীয় আড়তে বেশি খাজনা নেওয়া হয়, তাই ঝুঁকি নিয়েও এই আড়তগুলো থেকে বাঁশ কেনেন তাঁরা। এখানে খাজনা সম্পূর্ণভাবে আড়তদাররাই বহন করেন।

 

চিতলমারী উপজেলার সন্তোষপুর, চরবানিয়ারী, খাসেরহাট, নালুয়া ও কালীগঞ্জ এলাকায় রয়েছে বেশ কয়েকটি প্রধান বাঁশের আড়ত। এসব এলাকা থেকে ভ্যান ও নসিমনের মাধ্যমে বাঁশ আনা-নেওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

 

এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।