Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বটির আ’ঘাতে শিশুর ম/র্মান্তিক মৃ’ত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ৩, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরে সবজি কাটা বটির আঘাতে সাইম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের পুত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে সবজি কাটছিলেন। একপর্যায়ে সাইম খেলার ছলে বটি ধরতে চাইলে মা সেটি রান্নাঘরের র্যাকে সরিয়ে রাখেন। পরে অন্য ঘরে গিয়ে কাজ করছিলেন তিনি। এ সুযোগে শিশু সাইম আবারও বটি নামাতে গেলে হঠাৎ সেটি তার ঘাড়ে পড়ে যায়। এতে সে গুরুতর জখম হয়।

 

পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।

 

এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।