Nabadhara
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

তাপস কুমার মজুমদার,ভোলা প্রতিনিধি
জুলাই ৭, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

তাপস কুমার মজুমদার,ভোলা প্রতিনিধি

মৌসুমী বায়ুর প্রভাবে ভোলা জেলায় বিরাজ করছে বিরূপ আবহাওয়া। রোববার (৭ জুলাই) সকাল থেকেই আকাশ ছিলো মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। ফলে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।

 

টানা তৃতীয় দিনের মতো ভোলার অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে ভোলা-চরফ্যাশন, ভোলা-মনপুরা, ভোলা-লক্ষ্মীপুরসহ গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

 

লঞ্চ চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ট্রলারে করে ভোলা-লক্ষ্মীপুর রুটে যাতায়াত করছে। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

 

তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও লঞ্চ ও ট্রাক বন্ধ থাকায় সেখানে দেখা গেছে অতিরিক্ত যাত্রীর ভিড়।

 

ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোলায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।