Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর বোর্ডে অঙ্ক-ইংরেজিতে ফেল বেশি

যশোর প্রতিনিধি
জুলাই ১১, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

গতবারের চেয়ে চলতি বছর এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডের পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেশ কমেছে। দেশ সেরা হওয়ার গৌরব ধরে রাখতে পারিনি। অঙ্ক ও ইংরেজিতে শিক্ষার্থীরা বেশি ফেল করায় এ ফল বিপর্যয় মূল কারণ বলে মনে করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর পাশের হার ৭৩.৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন। গত বছর পাশের হার ছিল ৯২.৩৩ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ২০ হাজার ৭৬১।

 

এ বছর পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমের কারণ হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, চলতি বছর অঙ্ক ও ইংরেজিতে শিক্ষার্থীরা একটু খারাপ করেছে। অন্যান্য বিষয়ে ৯০ শতাংশের উপরে পাশ করলেও এবার ইংরেজি ও অঙ্কে শিক্ষার্থীরা ৮৫ শতাংশ পাশ করেছে। সেইজন্যই মূলত ফলাফল খারাপ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।