Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে করোনা সংক্রমণের হার উর্ধ্বমূখী; নতুন শনাক্ত ১৩

MEHADI HASAN
জুন ২৮, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে প্রতিনিয়ত বাড়ছে করোনার প্রাদূর্ভাব বা সংক্রমণের সংখ্যা।

আজ সোমবার ১৯ জনের নমুনা টেস্টে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর পূর্বে রবিবার ১৮ জনের মাঝে ১১ জন, শনিবার ১৫ জনে ১০ জন এবং বৃহস্পতিবার ১০ জনের টেস্টে ৬ জনের করোনা শনাক্ত হয়। গত চারদিনে মোল্লাহাটে মোট ৬২ জনের করোনা টেস্টে ৪০ জন পজিটিভ শনাক্ত হয়।

এই নিয়ে মোল্লাহাটে করোনা সংক্রমণের ২য় ঢেউয়ে ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতাল ও বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন ৫০ জন । সুস্থ্য হয়েছে ২১ জন এবং মৃত্য বরণ করেছেন ২ জন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মোল্লাহাটে সাত দিনের লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিধি নিষেধ যথাযথ ভাবে কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোঃ ওয়াহিদ হোসেন উপজেলা এলাকার প্রধান প্রধান জনসমাগম স্থানসহ সবখানে নিয়মিত অভিযান পরিচানা করছেন।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।