নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গর্বের আরেকটি পালক যুক্ত হলো কৃষি প্রধান বাংলাদেশের মুকুটে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা WURI (World’s Universities with Real Impact) প্রকাশিত ২০২৫ সালের র্যাঙ্কিংয়ে ‘টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন’ ও ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
গত ১০ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত ১৬টি ক্যাটাগরির এ র্যাঙ্কিং অনুযায়ী, গাকৃবি আন্তর্জাতিক পর্যায়েও উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। টেকনোলজি ও ইনোভেশনে অবদান রাখা শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ৭৭তম। এছাড়া, বিশ্বের শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবি রয়েছে ৩৩১তম অবস্থানে, যা বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন।
উল্লেখ্য, ২০২৪ সালেও উরি র্যাঙ্কিংয়ে একই ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছিল গাকৃবি। এছাড়া চলতি বছরের শুরুতে টাইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৫-এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশসেরা হয় গাকৃবি। একইভাবে THE এশিয়া র্যাঙ্কিং ২০২৫ এবং ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৫-এও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সকল কৃষি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন,
> “উরি র্যাঙ্কিং ২০২৫-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই গৌরবময় অর্জন কেবল আমাদের নয়, এটি গবেষণা ও উদ্ভাবননির্ভর কৃষি বাংলাদেশের প্রতিচ্ছবি। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সম্মিলিত পরিশ্রম ও নিষ্ঠার ফল।”
তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ইউজিসি এবং সকল শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই অর্জন আমাদের উদ্ভাবনমুখী ও টেকসই কৃষিশিক্ষার গ্লোবাল মডেল গড়ার পথে আরও অনুপ্রাণিত করবে।”
পূর্বের মতোই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সিমাগো র্যাঙ্কিং (২০২১-২০২২) এবং QS র্যাঙ্কিং ২০২৩-এও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছিল। ধারাবাহিক এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গাকৃবির অগ্রগতির প্রমাণ বহন করে।