Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে বি/ক্ষোভ

Link Copied!

এন এম নুরুল ইসলাম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা জুলফিকার আলী জিল্লুর, সভাপতি ও সানরাইজ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ রফিজুল ইসলাম, স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম, লতিফুন্নেছা মডেল স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সরকার, বেলতলা প্রতিভা স্কুলের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন এবং সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন। কিন্তু হঠাৎ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সুযোগ বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক এবং শিক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী।

সংগঠনের সভাপতি রফিজুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার না করে, তাহলে আমরা বৃত্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে তালা লাগিয়ে আন্দোলনে যাবো।” তিনি এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

ইউএনও উপস্থিত সবাইকে ধৈর্য ধরে শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান। তার আহ্বানে শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে ফিরে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।