এম এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুষ্টি সমৃদ্ধ জিংক ধান ও গমের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) হারভেস্টপ্লাস-এর বাস্তবায়নে এবং আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের আওতায় উপজেলার কালমেঘ আর আলী স্কুল অ্যান্ড কলেজ ও লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কালমেঘ আর আলী স্কুল অ্যান্ড কলেজে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুলাহিল বাকী এবং লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রিয়েক্টস-ইন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ। এছাড়াও উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত থেকে জিংক সমৃদ্ধ খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রায় ২০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তারা বলেন, জিংক ধান ও গম নিয়মিত খেলে দেহে জিংকের ঘাটতি পূরণ হয়, যা শিশু-কিশোরদের সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জিংকযুক্ত খাদ্যের প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরি হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

