Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নারী কৃষকদের নিয়ে কলাপাড়ায় মতবিনিময় সভা

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভুক্তি এবং নীতিনির্ধারকদের ভূমিকা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

‘কেয়ার ফর উইম্যান (ক্লাইমেট অ্যাডাপ্টেশন অ্যান্ড রেজিলিয়েন্স ইমপাওয়ারমেন্ট)’ প্রকল্পের আওতায় এ্যাসোসিয়েশন অব ভলান্টারী অ্যাকশনস ফর সোসাইটি (আভাস)-এর নেতৃত্বে, বিন্দু নারী উন্নয়ন সংগঠন, স্ট্রিট চাইল্ড ও কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইমতিয়াজ হৃদয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদা বেগম, গণমাধ্যমকর্মী এসএনএম মোশারফ হোসেন মিন্টু ও জাহিদ রিপন, এনজিও কর্মী মনিরুল ইসলাম এবং নারী কৃষক সুমি বেগম ও লাকি বেগম।

সভায় প্রকল্পের পরিচিতিমূলক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন মোহাম্মদ এনামুল হক ও মো. ইউনুস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃষ্টি না হিয়া বাড়ৌ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।