Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে হ/ত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কা/রাদ/ণ্ড

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুলাই ৩০, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে একটি হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার এবং মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব।

রায় ঘোষণার সময় আসামি ফোরকান হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অপর পাঁচ আসামিকে সন্দেহাতীতভাবে নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল রাতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের ফেরিঘাট থেকে নিজের চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জামাল হাওলাদার (পিতা: কাসেম হাওলাদার)। পথে কুমিরমারার স্লুইচ গেট এলাকায় আসামিরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে।

পরে তাকে একটি ট্রলারে তুলে হুলারহাট বাজারসংলগ্ন খালের পাড়ে একটি গাছের সঙ্গে ট্রলারটি বেঁধে রেখে পালিয়ে যায়। রাত ১টার দিকে বাজারের নৈশপ্রহরী আনছার আলী জামালকে আহত অবস্থায় ট্রলারে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ জামালকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। পরদিন ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ তিনজনকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।