Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-ঢাকা মহাসড়কে অন্তরা পরিবহনের বাস খা’দে, আ/হত ১০

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়ক আবারও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এয়ারপোর্ট মোড়ে ঢাকা থেকে বরিশালগামী অন্তরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৩৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সড়ক থেকে সোজা নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, “মহাসড়কের এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কিন্তু সড়ক বিভাগ বা প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

তাদের দাবি, রহমতপুর মোড়সহ আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্পিড ব্রেকার স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।