এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ডা. টি এম মাহবুবুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তিন দিনের কর্মসূচির শেষ দিনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ র্যালি বের হয়ে শহরের চৌরাস্তার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর রাজিউর রহমান আসাদ। এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি আইয়ুব আলী খান, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সলেমান আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, তাঁতী দলের সভাপতি আব্দুর রাজ্জাক, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী, সদস্য সচিব আবু সাঈদ প্রমুখ।
নেতারা বলেন, “বালিয়াডাঙ্গীর প্রাণপ্রিয় দুই নেতাকে জেলার একটি কুচক্রী মহল কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে বহিষ্কার করিয়েছে। অথচ চট্টগ্রামে একই ধরনের ঘটনায় ৫ নেতাকে বহিষ্কারের পর তদন্ত কমিটি গঠন করা হলেও এখানকার দুই নেতার বিষয়ে তদন্ত হয়নি। এটা অনিয়ম ও রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ।”
তারা আরও বলেন, “অ্যাড. সৈয়দ আলম ও ডা. মাহবুবুর রহমান সবসময় দলের দুর্দিনে পাশে থেকেছেন। তাদের বহিষ্কার মানে তৃণমূলের অবমূল্যায়ন। অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সৈয়দ আলম ও ডা. মাহবুবুর রহমানকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
এর আগে ১২ জুলাই অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে ফলাফল ঘিরে উত্তেজনা দেখা দেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন ফলাফল ঘোষণা করেন। এরপর ফেরার পথে তার গাড়িতে হামলা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভায় বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়।
বালিয়াডাঙ্গী বিএনপি নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ঠাকুরগাঁও-২ আসনে দল বিভক্ত হয়ে পড়বে। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলে নির্বাচিত নেতাদের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করতে হবে।”

