Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে জনবহুল এলাকায় এলপিজি ফিলিং স্টেশন স্থাপনের অনুমোদন বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি 
আগস্ট ২, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি 

পঞ্চগড় শহরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় বেঙ্গল এলপিজি এনার্জি ফিলিং স্টেশনের প্রাথমিক অনুমোদন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখা।

 

শনিবার (২ আগস্ট) সকালে শহরের শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাপার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, সড়ক সভাপতি কাজী মোকছেদ, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিবেশ কর্মী সরকার হায়দার, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, প্রকৌশলী মানিক খান, শেখ সাজ্জাদ হোসেনসহ ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

 

বক্তারা বলেন, এলপিজি বিধিমালা অনুযায়ী জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় ফিলিং স্টেশন স্থাপনযোগ্য নয়। তবুও এমন স্থানে বেঙ্গল এলপিজি স্টেশনের অনুমোদন দেওয়া হয়েছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

 

তারা উদাহরণ দিয়ে বলেন, রংপুরে এলপিজি স্টোরেজ বিস্ফোরণে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তেমনি ময়মনসিংহেও একই ধরনের অগ্নিকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ফলে পঞ্চগড় শহরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এমন ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হয়েছে।

 

বাপার দাবি, বেঙ্গল এলপিজির অনুমোদন এলপিজি বিধিমালা ২০০৪ এবং ২০১৬-এর নীতিমালা লঙ্ঘন করে দেওয়া হয়েছে। কারণ প্রস্তাবিত স্টেশনটির তিনদিকেই রয়েছে বসতবাড়ি, ৭৫ গজ দূরত্বে রয়েছে জেলা রেজিস্ট্রি অফিস ও মূল্যবান দলিল সংরক্ষণের রেকর্ড রুম।

 

এলাকাবাসীর অভিযোগ, স্টেশন নির্মাণে আপত্তি করলেই প্রভাবশালী মহলের হুমকির মুখে পড়তে হয়, ফলে অনেকে প্রকাশ্যে কথা বলার সাহস পান না।

 

বাপা ও স্থানীয়রা অবিলম্বে নকশা অনুমোদন বাতিল এবং জেলার সব এলপিজি ফিলিং স্টেশনের চূড়ান্ত অনুমোদন যাচাই করে বেআইনি বিক্রয় বন্ধের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

এ বিষয়ে বেঙ্গল এলপিজি ফিলিং স্টেশনের মালিক আবরার মতিন আলিফ বলেন, “আমরা নিয়মনীতি মেনেই স্থাপন করছি। একজন ফিলিং স্টেশন মালিকের স্বার্থহানির আশঙ্কায় বাপা এমন অভিযোগ করছে।”

 

এদিকে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, জেলা প্রশাসক প্রাথমিক অনুমোদন দেওয়ায় তারা অনুমোদন প্রদান করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।