Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মা*দকের বিরুদ্ধে হরিহরপুরবাসীর মানববন্ধন

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার হরিহরপুর এলাকায় মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে এক অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে মাদক কারবারি ও সেবনকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে এবার তারা পুলিশকে সঙ্গে নিয়ে রাস্তায় দাঁড়ালেন।

গত শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজ শেষে কাটলা-বিরামপুর আঞ্চলিক সড়কের হরিহরপুর মোড়ে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। হরিহর গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, ছাত্র ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা একবাক্যে বলেন— মাদক শুধু একজনের নয়, গোটা সমাজের সর্বনাশ ডেকে আনে। ছোট ছোট শিক্ষার্থীরা আজ বই ফেলে মাদকের ফাঁদে পড়ছে। অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এ অবস্থায় সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের অন্তত ৫০টি স্থানে এখনো মাদকের অবাধ ব্যবসা চলছে। দক্ষিণ দাউদপুর, গোবিন্দপুর, কাজিপাড়া, হাসপাতাল মোড়, শৈলান, খিয়ার মামুদপুর, দামোদরপুরসহ বেশ কয়েকটি এলাকায় কিছু ব্যক্তি এখনো এই অবৈধ ব্যবসায় জড়িত।

কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য ও হরিহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম বলেন, গত এক সপ্তাহে আমরা গ্রামবাসী মিলে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাদের বুঝিয়েছি, অনুরোধ করেছি। বলেছি, মাদক ছাড়লে আমরা পাশে থাকব, সংসারে অনটন হলে সহযোগিতা করব। কিন্তু তারা শোনেনি। এখন আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিহরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমজাদ হোসেন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান,কাটলা হলি চাইল্ড স্কুলের অধ্যক্ষ সাঈদ আলী সরকার,ধুকুরঝাড়ী কলেজের প্রভাষক রায়হান কবির প্রিন্স,হরিহরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল কাদের,উত্তর কাটলা জামে মসজিদের খতিব বদিউজ্জামান,ইউপি সদস্য আবুল কাশেম।

মানববন্ধনের শেষ পর্বে উপস্থিত সকলে মাদকমুক্ত সমাজ গঠনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়।এলাকাবাসীর এই সাহসী উদ্যোগ এখন একটি দৃষ্টান্ত। প্রশাসনের পাশাপাশি সমাজের সকলে এক হলে মাদকমুক্ত দেশ ও সমাজ গড়া অসম্ভব কিছু নয় বলে জানান সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।