মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় চুরি-ডাকাতি রোধে নিয়মিত পাহারা দেয়ায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা তিন যুবককে আটক করে গণপিটুনি দেয়া হয়। এক পর্যায়ে একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়। গুরুতর আহত জাকির শেখ (৫০) নামে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন ইসরাফিল মাতুব্বর (৪০) ও বাবুল শিকদার (২৫) পুলিশ হেফাজতে রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।