Nabadhara
ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ব’র্ষণে হাসপাতালের দেয়াল ধসে পড়েছে

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

টানা ভারি বর্ষণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রাচীরের একটি বড় অংশ ধসে গেছে।

সরেজমিনে জানা গেছে, হাসপাতালের দক্ষিণ-পূর্ব পাশে ওই দেয়াল ঘেঁষে পাবলিক টয়লেট নির্মাণের জন্য আগে একটি বড় গর্ত করে রেখেছিল পৌর কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত সেখানে টয়লেট স্থাপন করা হয়নি।

এদিকে, গত কয়েক দিনের টানা বর্ষণে ওই স্থানে দেয়ালের পাশের মাটি টয়লেটের গর্তে ভেঙে পড়তে থাকলে বিশাল সীমানা প্রাচীরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অবশেষে শনিবার বিকেলে দেয়ালটি ধসে পড়ে। এতে করে উন্মুক্ত হয়ে পড়েছে হাসপাতালটি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শরিফুল ইসলাম জানান, দেয়াল ঘেঁষে গর্ত করে রাখার কারণে ভারি বর্ষণে হাসপাতালের দেয়ালটি ধসে পড়েছে। এতে করে হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পাবলিক টয়লেট করার জন্য গর্ত করার পরও তা না করাটা দুঃখজনক ছিল। দেয়াল ধসের বিষয়টি গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাহিদুর রহমান বলেন, দেয়াল ধসের খবরটি শুনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপ করে উপজেলা পরিষদ বা পৌরসভা থেকে যত দ্রুত সম্ভব বাউন্ডারিটি মেরামত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।