রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। এ সময় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং বিআইএম-এর আইকিউএসি বিভাগের পরিচালক প্রকৌশলী ড. মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
রুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান এবং দপ্তর ও শাখা প্রধানরা।
এই সমঝোতা স্মারকের আওতায় রুয়েট ও বিআইএম নিজ নিজ প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষকদের মধ্যে সহযোগিতা এবং একাডেমিক কারিকুলাম বিনিময় করবে, যা উভয় প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে আরও কার্যকর ও গতিশীল করবে।