নিজস্ব প্রতিবেদক, নড়াইল
পরিবেশ ও প্রকৃতি রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং বজ্রপাতে মৃত্যুহার কমাতে নড়াইলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের মালিবাগ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা প্রশাসনের আয়োজনে এবং ব্রাক নড়াইল ব্যাপ্টিস্টের সহযোগিতায় জামরুল, বকুল, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধনকারী গাছ রোপণ করা হয়। পরে ভওয়াখালী এলাকায় রেললাইনের দুই পাশে তাল ও খেজুর গাছ লাগানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, মোটরযান পরিদর্শক (বিআরটিএ) ফরহাদ হোসেন, জেলা সমন্বয়ক ব্রাক ব্যাংক জাহিদুল ইসলামসহ অনেকে।
বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “বজ্রপাতে মৃত্যুর অন্যতম কারণ হলো পরিবেশ থেকে তালগাছ হারিয়ে যাওয়া। এ বছর নড়াইলে সাত থেকে আট হাজার তালগাছ লাগানো হয়েছে, এর মধ্যে রেললাইন এলাকায় সাত শত তালগাছ রোপণ করা হয়েছে। প্রতিটি চারা বেড়া দিয়ে সুরক্ষিত রাখা হয়েছে।”
তিনি আরও জানান, কয়েক হাজার খেজুর গাছ লাগানো হয়েছে যাতে ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের উৎপাদন ফিরিয়ে আনা যায়। এসব গাছ শুধু সৌন্দর্য বাড়াবে না, পাখির আশ্রয়স্থল হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।