কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে সিধু বিশ্বাস (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিধু বিশ্বাস বরিশাল জেলার গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে।
কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ জানান, সিধু তার নানী কনিকা বাড়ৈর সঙ্গে বাড়ির পাশের পোল্ট্রিফার্মে গিয়েছিল। খেলার এক পর্যায়ে নানীর অজান্তে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।