জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (১১ আগস্ট) সকাল ১০:৩০ টায় টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম।
উপজেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে ২০২৫ সালের টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করার জন্য করণীয় বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।