টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান শেষে আটককৃত তিনজন মাদক সেবনকারীকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও জরিমানা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
দন্ডিত ব্যক্তিরা হলেন, গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের রিয়াদ বিশ্বাস (২০), উজ্জ্বল বিশ্বাস (৪৫) ও উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আনিস সেখ (৪২)।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
তিনি বলেন, সোমবার টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের পাঁচগ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার তাদের দন্ডিত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, ভ্রাম্যমান আদালত রিয়াদ বিশ্বাস ও আনিস শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ১০০ টাকা জরিমানা করেন। এছাড়া উজ্জ্বল বিশ্বাসকে দুই সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করেন। মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।