Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ডিসির তেঁতুলিয়া পরিদর্শন : যান্ত্রিক উপায়ে পাথর উত্তোলন বন্ধে নির্দেশ

পঞ্চগড় প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও পর্যটন সম্ভাবনাময় স্থাপনার উন্নয়নকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাবেত আলী। সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ড্রেজার মেশিনে পাথর উত্তোলন বন্ধে কঠোর নির্দেশ দেন।

 

ডিসি সাবেত আলী বলেন, “যান্ত্রিক উপায়ে পাথর উত্তোলন করা যাবে না। সনাতন পদ্ধতিতে পাথর ও বালি উত্তোলনে বাধা নেই, তবে ড্রেজার মেশিন ব্যবহার করলে তা প্রতিহত করা হবে। কেউ ড্রেজারে পাথর তুলতে চাইলে প্রশাসনকে খবর দিতে হবে।”

 

এদিন তিনি বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ, শালবাহান কালী তোলা এলাকায় শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, পরিবেশ পদকপ্রাপ্ত মামুনের ‘আকাশতলার পাঠশালা’ ও ‘শিশুস্বর্গ বিদ্যানিকেতন’ পরিদর্শন করেন। এছাড়া পিকনিক কর্ণার, ডাকবাংলো, মহানন্দা পার্ক, তেঁতুলিয়া মডেল থানা, উপজেলা পরিষদ চত্বর ও ডাহুক নদীর পাথর মহালও ঘুরে দেখেন।

 

জেলা প্রশাসক জানান, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে উপজেলা পরিদর্শন করা হচ্ছে। তেঁতুলিয়ায় পর্যটন খাতের উন্নয়নে একটি সুইমিং পুল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, উপজেলা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।