Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নলছিটিতে মানববন্ধন

নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাংবাদিক সাইদুল কবির রানা এবং সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু।

 

বক্তারা বলেন, নির্মম নির্যাতনের মাধ্যমে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বেড়েই চলেছে। সত্য সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর হামলা হয়, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

 

তারা হুশিয়ারি দিয়ে বলেন, এসব হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সাংবাদিকরা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পাশাপাশি সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।