গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় একটি ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের খলসি মৌসুমি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের দিকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে পথে যাওয়া গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। খলসি মৌসুমি ফিলিং স্টেশনের সামনে অটোরিকশার চাকা খুলে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে অটোরিকশাটি ট্রাকের সামনে পড়ে যায় এবং চাপা পড়ে তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে। নিহত ও আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।