এ.কে. মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে এই লটারির আয়োজন করা হয়।
জানা গেছে, উপজেলার ২৬টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য যাচাই-বাছাই শেষে ৭৪ জন বৈধ প্রার্থীর মধ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এদের মধ্য থেকে ২৬ জনকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।
লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা জেরিন এবং সঞ্চালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বি. এম. মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ দপ্তর, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, লটারির মাধ্যমে ডিলার নির্বাচন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। নির্বাচিতদের সৎভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।