উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং বিভাগীয় পতাকা উত্তোলন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রওনাকুল ইসলাম। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।
পরে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি যুব র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রওনাকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোঃ একরামুল হক আবির এবং এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য মোঃ রেজাউল ইসলাম রেজা।
প্রশিক্ষণপ্রাপ্ত যুবাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনন্যা রায়, মোঃ হারুন-অর-রশিদ, মাহামুদুন নবী, সাবিহা সুলতানা এবং ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি অরবিন্দ সিলভেস্টার গমেজ।
অনুষ্ঠানে সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠক দুইজনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল প্রজেক্টরের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এছাড়া সদর উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে যুব দিবস উপলক্ষে পাঁচজনকে যুব ঋণের চেক প্রদান করা হয়।
অপরদিকে বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।