Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ওয়ার্ড বিএনপি’র সম্পাদককে নির্যাতন: সভাপতি বহিস্কার

স্টাফ রিপোর্টার, চিতলমারী
আগস্ট ১২, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস কালা (৪২) কে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজি, ছিনতাই, দলীয় শখলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ড জড়িত থাকার অভিযাগে ওই ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

সোমবার (১১ আগস্ট) রাত ১০ টায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে। আহত সাধারন সম্পাদক দেবাশীষ বিশ্বাস কালা শ্রীরামপুর গ্রামের দেবদাস বিশ্বাসের একমাত্র সন্তান। বহিস্কৃত সভাপতি রবিউল শেখ সাোনাখালী গ্রামর নুরল শেখের ছেলে। এঘটনায় দেবাশীষ বিশ্বাস থানায় একটি লিখিত অভিযাগ দায়ের করেছেন। এ ঘটনায় পরস্পরবিরাধী বক্তব্য পাওয়া গেছে।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু জানান, উপজলা বিএনপি’র সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসর অনুমতি সাপেক্ষ-দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, ছিনতাই এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজলার ৫নং চিতলমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

চিতলমারী ৫নং সদর ইউনিয়নর ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখ তার বিরুদ্ধে আনীত সকল অভিযাগ অস্বীকার করেছেন।

 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, সোমবার (১১ আগস্ট) রাতে দেবাশীষ বিশ্বাস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযাগ দায়ের করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।