Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়া সেতুর পিলারের সাথে ধাক্কায় ডুবে গেল বালু বোঝাই বলগেট

MEHADI HASAN
জুলাই ১৪, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

কালিয়ায় নবগঙ্গা নদীর উপর নির্মানাধীন সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে বালু বোঝাই বলগেট ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৩৫ ফুট লম্বা বলগেটটির মাথার অংশ উচু হয়ে পিলারের সাথে সেটে আছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অভিজ্ঞ মহলের ধারনা দ্রুত বলগেটটি উদ্ধার না করলে  স্রোতের তান্ডবে পিলারের ক্ষতি হতে পারে। ১৩জুলাই (মঙ্গলবার) অনুমান রাত সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শি উপজেলার নোয়াগ্রাম গ্রামের রেজাউল গাজীর ছেলে ও বারোই পাড়া ঘাটের মাঝি শুকুর গাজী নবধারা কে জানান, ডুবে যাওয়া বলগেটটি রাত সাড়ে ১১টার দিকে দ্রুত গতিতে ব্রীজের পূর্ব দিক থেকে আসতেছিল। নিয়ন্ত্রন হারিয়ে বলগেটের পিছন দিকটা পিলারের সাথে ধাক্কা লেগে ডুবে যায় এবং বিকট শব্দে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। কিছুক্ষন পর শুনেতে পাই কিছু লোক বলছে বাঁচাও বাাঁচাও বলে চিৎকার করছে। তখন আমি ঘাটের ট্রলার নিয়ে দেখি বলগেটের ৭জন ষ্টাফ পানিতে পড়ে বাঁচার আকুতি জানাচ্ছে। অতঃপর আমরা তাদের উদ্ধার করি।

উদ্ধারকৃতরা শুকুর গাজীকে জানান, ওই বলগেটে ৭জন ষ্টাফই ছিল। শুক্তগ্রাম থেকে ভিটা বালু বোঝাই করে তার নড়াইলের তুলারামপুরের দিকে যাচ্ছিল। আল্লাহর অশেষ রহমতের কারণে আমরা আজা বেঁচে ফিরছি।

কালিয়া সেতু প্রকল্পের সাইড ম্যানেজার আবু তাহের নবধারা কে বলেন, ঘাটের মাঝিরা আমাকে ওই ঘটনা সম্পর্কে অবহিত করলে ১৫জুন (বুধবার) সকালে প্রজেক্ট ম্যানেজারকে নিয়ে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করি।

ডি.পি.এম মিনহাজুল ইসলাম নবধারা কে বলেন, সাময়িকভাবে লক্ষ্য করা গেছে প্রচন্ড বেগে ধাক্কা লাগা পিলারটি ভাল আছে। তবে ডুবন্ত বলগেটটি যেহেতু পিলারের সাথে লেগে আছে, তাই দ্রুত উদ্ধার অভিযান না চালালে ওই পিলারটির ক্ষতির আশংকা আছে। বলগেট মালিকের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।