Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৪০নং চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।

 

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের অবহেলা ও খামখেয়ালির কারণে বিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছেন। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেলেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে না। এছাড়া তিনি ছোট শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার, ক্লাসরুম ঝাড়ু দেওয়া ও পানি আনার মতো কাজ করান। এসব কাজে অনীহা দেখালে শিশুদের মারধর ও বকাবকি করেন, ফলে অনেকেই স্কুলে আসতে অনীহা প্রকাশ করছে।

 

বক্তারা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষক প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, দেরিতে আসেন এবং দুপুরের আগেই বের হয়ে যান। অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন তিনি।

 

অভিভাবকরা প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত অপসারণের দাবি জানান।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন খাদিজা বেগম, রুমি বেগম, হাসান মাহমুদ, বাবুল হাওলাদার, সালমা বেগম, শাহিদা বেগম, হাসানসহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।