Nabadhara
ঢাকাশনিবার , ১৭ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পশুর হাটে যে কোন ধরনের চাঁদা বাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে- ডি আইজি আখতারুজ্জামান

MEHADI HASAN
জুলাই ১৭, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর  প্রতিনিধিঃ

পশুর হাটে যে কোন ধরনের চাঁদা বাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-বরিশাল পুলিশের উপ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক(ডিআইজি) এসএম আক্তারুজ্জামান বলেন, পশুর হাটে যে কোন ধরনের চাঁদা বাজি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।কোন ধরনের চাঁদা বাজদের ছেড়ে দেয়া হবে না। যে সকল ক্রেতারা অনলাইনে গরু-ছাগল সহ যে কোন ধরনের পশু ক্রয় করতে চাইবেন তারা যাতে কোন ধরনের হয়রানীর শিকার না হন সে জন্য পুশিলকে খেয়াল রাখতে হবে।

শনিবার (১৭ জুলাই)বিকালে পিরোজপুর জেলার নাজিরপুরের দিঘীরজান পশুর হাট পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পশু ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সহ ব্যবসায় যাতে কোন ধরনের সমস্যা না হয় সে জন্য সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন।দুর থেকে আসা পশুর ব্যবসায়ীদের যাতায়াতের নিরাপত্তা প্রদান সহ কোন ধরনের সমস্যা হলে পুলিশকে অবহিত করার পরামর্শ প্রদান করেন। এ সময় হাটে আসা ক্রেতা বিক্রেতার মধ্যে যারা মাস্ক ব্যবহার না করেছেন তাদেরকে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতা মুলক পরামর্শ প্রদান সহ বিনা মূল্যে মাস্ক বিতরন করেন।বাড়ির পাশে কেহ করোনায় আক্রান্ত হলে তাদের সেবা করতে পুলিশকে খবর জানাতে অনুরোধ করেন।

এ সময় জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃআজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে ওই দিন দুপুরে তিনি জেলা পুলিশ লাইন পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।