কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
কচুয়া উপজেলা পরিষদের উদ্যোগে ঈদ উল আজহা উপলক্ষে হতদরিদ্র, ছিন্নমুল, প্রতিবন্দী পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ চাউল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ সকাল ১০টায় রাড়িপাড়া ইউনিয়নে ও দুপুর সাড়ে ১২টায় কচুয়া ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরন করে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল।
উপজেলার মোট ৫হাজার ৫শত ৭৫ জনকে (জনপ্রতি-১০কেজি) করে মোট ৫৫টন ৭৫০কেজি ভিজিএফ এর চাউল প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল , উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু ,কচুয়া ইউনিয়ন চেয়ারম্যানশিকদার হাদিউজ্জামান হাদিজ, রাড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান তাসলিমা বেগম সহ এলাকার রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল টিসিবির পন্য উদ্বোধন ও বিক্রয় পরিদর্শন করেন।