Nabadhara
ঢাকাবুধবার , ২১ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

MEHADI HASAN
জুলাই ২১, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের সদর থানার বিল ডুমুরতলা গ্রামে অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর আলম (৫০) ও মোঃ আরাফাত (২০) নামে দুই মাদক কারবারীকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২১ জুলাই (বুধবার) বিকেলে তাদের আটক করা হয়।

আটকটকৃত জাহাঙ্গীর ওই গ্রামের মৃত মোসা জমাদ্দারের ছেলে এবং আরাফাত সদর থানার হাড়িগাড়া গ্রামের মাহাবুর মন্ডলের ছেলে। গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে এএসআই আলম হোসেন ও এএসআই আলী হোসেন সমন্বয়ে গঠিত ডিবি পুলিশের একটি চৌকশ দল সদর থানার বিল ডুমুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর ও আরাফাতকে ৩০০ পিচ ইয়াবাসহ আটক কর।

এ বিষয়ে এসআই দেবব্রত চিন্তাপাত্র নবধারা কে বলেন, আটকপুর্বক আসামীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।