Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহানায়কের আজ চলে যাবার দিন

MEHADI HASAN
জুলাই ২৪, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ

আজ ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের ৪১ তম মৃত্যুবার্ষিকী। তিনি ভারতীয় চলচ্চিত্রে বাংলা সিনেমার কিংবদন্তী। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার আহিরীটোলা মামার বাড়িতে জন্মগ্রহন করেছিলেন। তাঁর প্রকৃত নাম অরুন কুমার চট্টোপাধ্যায়।পিতা সাত কড়ি চ্যাটার্জি এবং মা চপলা দেবী।

বিভিন্ন কারনে লেখা পড়া শেষ করতে পারেননি তিনি কলকাতা পোস্ট ট্রাস্টে চাকুরী গ্রহন করেন। ১৯৪৮ সালে প্রথম চলচ্চিত্র দৃষ্টিদানের মধ্য দিয়ে চলচ্চিত্র জীবনে পা রাখেন। অবশ্য মায়াডোর নাটক দিয়েই তিনি প্রথমে সবার দৃষ্টি আকর্ষণ করেন।তার পর আর ফিরে তাকাতে হয়নি। তিনি শুধু সিনেমা নয়,মঞ্চ নাটক করতেন, গান গাইতেন।

১৯৫৩ সালে নির্মল দের সাড়ে চুয়াত্তর ছবিতে অভিনয় করে সূচিত্রা সেনের সাথে সফল জুটি গড়ে তোলেন। ভীষন জনপ্রিয় হয়েছিল সে সিনেমা। তার পর থেকেই শুরু মহানায়কের স্বর্ণযুগ। উত্তম সূচিত্র এক সাথে ৩০ টি সিনেমা করেছেন যা তরুন,বৃদ্ধা সবার আবেগ অনুভূতি হয়ে জেগে আছে এখনো। হারানো সুর,অগ্নিপরীক্ষা,শাপমোচন, ইন্দ্রাণী, প্রিয়বান্ধবী,সপ্তপদী ইত্যাদি সিনেমা বিশ বছর ধরে সেরা শিরোপা লাভ করেছে। সুপ্রিয়া দেবীও উত্তম কুমারের সাথে বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছেন। সোনার হরিন, সন্যাসী রাজা, কাল তুমি আলেয়া,বন পলাশীর পদাবলী ইত্যাদি সুপ্রিয়া দেবী, উত্তমের সফল সিনেমা। সুপ্রিয়া দেবীর সাথে উত্তমের গভীর সম্পর্ক ছিল,নিজের সংসার ছেড়ে এক সময় মহানায়কের সেবায় নিজেকে ব্রতী করেছেন। সাবিত্রী চ্যাটার্জি কে মহানায়ক প্রতিভাশালী অভিনেত্রীর আখ্যা দিতেন।হাত বাড়ালেই বন্ধু,দুই ভাই,নিশিপদ্ম,মোমের আলো ইত্যাদি সিনেমায় সাবিত্রী চ্যাটার্জির সাথে অভিনয় করেছেন কিংবদন্তী মহানায়ক উত্তম কুমার। এত কাজের ফাঁকেও তিনি স্ত্রীকে চিঠি লিখতেন রোমান্টিক ভাষায়।টাকা পাঠাতেন, স্ত্রী সব অভিমান ভুলে যেতেন চিঠির ভাষা পড়ে। ভারতীয় চলচ্চিত্র উত্তম এক অমর নায়ক। স্বাধীনতার পরে তার মতো নায়ক আর আসেনি সিনেমার জগতে।

১৯৮০ সালের ২৪ জুলাই ৫৩ বছর বয়সে সবার মন ভেঙে দিয়ে চলে গেলেন তিনি। কলকাতার টালিগঞ্জের আকাশ বাতাস সেদিন বিয়োগের সুরে কেঁদে উঠেছিল। উত্তম কুমার কোনোদিন হারাবে না।সবার মনের মনিকোঠায় ভালোবাসা শ্রদ্ধা হয়ে বেঁচে থাকবে।

মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে নবধারা পরিবারের পক্ষ থেকে তাঁর জানাই বিনম্র শ্রদ্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।