Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী আব্দুল হাকিমের

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেছেন, “আমরা ক্ষমতায় এলে দুর্নীতি-চাঁদাবাজি করবো না, কাউকে এসব করতে দেবো না। একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

 

শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সীরাতুন্নবী (সা.) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “দীর্ঘ জুলুম-নির্যাতনের পর আমরা খোলা আকাশের নিচে প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়েছি। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে দুর্নীতির প্রশ্নই আসে না।”

 

বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় ছাত্রশিবিরের নাম শুনলেই ভয় পেতো, কিন্তু ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় প্রমাণ করেছে, ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

 

সেমিনারের প্রধান বক্তা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা নুরুল আমিন বলেন, “৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের কারণে দেশ দুর্নীতি থেকে মুক্ত হতে পারেনি। জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মুশফিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন রংপুর-দিনাজপুর বিভাগের উলামা অঞ্চলের সভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম সিদ্দিকি, ঠাকুরগাঁও জেলা উলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বী মোর্তজাবি, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।