Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহিউদ্দিন সরকার ভুট্টুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাইনালে ভিক্টর টাইগার্স

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে চলছে “বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” (সিজন-৪)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী আনসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে ভিক্টর টাইগার্স ৬ রানের রোমাঞ্চকর জয় নিয়ে ফাইনালে পা রাখে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় উদয়ন ক্লাব সংঘ। ব্যাট করতে নেমে ভিক্টর টাইগার্স ২০ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান। জবাবে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদয়ন ক্লাব সংঘ ২০ ওভারে অলআউট হয়ে করে ১৬২ রান। ফলে মাত্র ৫ রানে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় তাদের।

ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ভিক্টর টাইগার্সের রতন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান। একই দলের তুহিন নির্বাচিত হন সেরা খেলোয়াড়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও ভিক্টর স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। এ সময় ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাদিরুজ্জামান প্রিন্স আবেগঘন কণ্ঠে বলেন—
“আজকের এই জয় আমরা আমাদের প্রয়াত সদস্য মহিউদ্দিন সরকার ভুট্টুর স্মরণে উৎসর্গ করছি।”

এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল ও প্রায় ১৮০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দলগুলো হলো—ভিক্টর টাইগার্স, উদয়ন ক্লাব সংঘ, এন আর ব্রাদার্স, পিবি ফাইটার্স, ইপিক-ব্লাস্টার, মীম ডিপার্টমেন্ট স্টোর, বিরামপুর লিজেন্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, এম আর ট্রেডার্স, আয়াশ ওয়ারিয়র্স, লিজেন্ড রাইটার্স, দেওয়ান এন্টারপ্রাইজ জে আর সুপার কিংস এবং সেভেন কিংস।

টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে লিজেন্ড খেলোয়াড়দের মধ্যে সেরা খেলোয়াড়কে দেওয়া হবে একটি ২৪ ইঞ্চি বাইসাইকেল, আর সেরা উদীয়মান খেলোয়াড় পাবেন একটি দুরন্ত বাইসাইকেল।

সম্ভবত চলতি মাসের শেষ সপ্তাহে কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে এন আর ব্রাদার্স বনাম ভিক্টর টাইগার্স। ক্রিকেটপ্রেমীদের কাছে ফাইনালটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে একটি বিশেষ কারণে—দুই দলের টিম মালিকের সম্পর্ক নানা-নাতি। এন আর ব্রাদার্সের মালিক ইস্তামুল হক দাদা, আর ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাদিরুজ্জামান প্রিন্স তার নাতি।

ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রত্যাশা, নানা-নাতির এই ফাইনাল লড়াই জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় একটি আসর উপহার দেবে বিরামপুরবাসীকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।