মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে ওই ছাত্রীর নানী বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া এলাকায় তার বাড়ি থেকে অভিযুক্তকে আটক করে। আটককৃত জামাল উদ্দিন একই এলাকার আলী হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসা ছাত্রী ছোটবেলা থেকেই নানীর বাড়িতে থাকতেন। গত ১৭ জানুয়ারি তিনি নানীর বাড়ির পাশে অভিযুক্ত জামাল উদ্দিনের বাড়িতে মুরগির মাংস আনতে গেলে বাড়িতে আর কেউ না থাকার সুযোগে জামাল তাকে খারাপ প্রস্তাব দেন। মেয়েটি রাজি না হওয়ায় জামাল ক্ষিপ্ত হয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন। এর ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, জামাল উদ্দিন ঘটনার দায় স্বীকার করলেও পরে তার স্ত্রী ও ভাইসহ কয়েকজনের সহযোগিতায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। গত ১৪ জুন আসামিরা জোর করে ভুক্তভোগীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তার পরিবার তাকে উদ্ধার করে। এই ঘটনার বিচার না পাওয়ায় অবশেষে ছাত্রীর নানী থানায় মামলা দায়ের করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, আটককৃত জামাল উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় জামাল উদ্দিন ছাড়াও তার ভাই ও স্ত্রীসহ আরও তিনজনকে আসামি করা হয়েছে।