Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল নেতা কাননের হেল্প ডেস্ক

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে রাখতে হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করেছেন কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম কানন।

রবিবার (২১ সেপ্টেম্বর) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে এই হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা যায়, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন। সেখানে তাদের ব্যাগ, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে অসুবিধায় পড়তে হয়। অনেকেই এই সময় পরীক্ষার্থীদের থেকে জন প্রতি ২০ থেকে ৩০ টাকা নিয়ে তাদের ব্যাগ, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখেন। তবে, বিভিন্ন সময়ে এ বিষয়ে অব্যবস্থাপনার অভিযোগ থাকে। একারণে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে রাখতে হেল্প ডেস্ক কার্যক্রম চালু করেছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম কানন।

এদিকে এমন উদ্যোগে শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন তিনি। শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকেই দূর থেকে পরীক্ষা দিতে আসি। মোবাইল না আনলে পরীক্ষা শেষে কারো সাথে যোগাযোগ করা যায় না। তাছাড়া অনেক প্রয়োজনীয় জিনিসপত্রও সাথে থাকে। এগুলো আগে টাকা দিয়ে বাইরে রেখে যেতে হতো। তবে হারিয়ে যায় কিনা সেই টেনশন হতো পরীক্ষা চলাকালীন সময়েও। অনেক সময় বাইরে বের হয়ে প্রয়োজনীয় অনেক কিছুই পেতাম না। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের হেল্প ডেস্কের জন্য বিনামূল্যে সব কিছু রেখে যেতে পেরেছি। আমাদের প্রত্যাশা, ছাত্রদল শিক্ষার্থীদের প্রয়োজনে সবসময় এভাবে পাশে দাঁড়াবে।

কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম কানন অভিযাত্রা রিপোর্টকে জানান, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এই হেল্পডেস্কের মাধ্যমে আমরা পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যাতে তারা কোনো প্রকার হয়রানি বা বিভ্রান্তির শিকার না হয়। শিক্ষার্থীদের জন্য একটি সহানুভূতিশীল ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম চলামান থাকবে বলেও জানান তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।